প্রথম বিশ্বযুদ্ধ মানব সভ্যতার ইতিহাসে একটি নৃশংস অমানবিকতার দৃষ্টান্ত। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা, ব্যপকতা, আধুনিক অস্ত্র ও সাজসরঞ্জামের ব্যবহার, প্রাণ ও ধনসম্পদের বিনাশ, সকল দিক বিবেবচনায় দীর্ঘ চার বছর তিনমাস ব্যাপী এই সর্বগ্রাসী ধ্বংসলীলা সমগ্র বিশ্বকে ওলট-পালট করে দিয়েছে। এমন অবস্থায় উড্রো উইলসনের চৌদ্দ দফা নীতির দেখা মেলে মার্কিন কংগ্রেসে তার ভাষণে। এই চৌদ্দ দফার ওপর ভিত্তি করেই প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে এবং প্যারিস শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়।

এই নিবন্ধে উড্রো উইলসনের চৌদ্দ দফা নীতি ও প্যারিস শান্তি সম্মেলনে তার প্রচেষ্টার প্রতিফলন কতটুকু হয়েছে তার পর্যালোচনা করা হলোঃ

প্রেসিডেন্ট উড্রো উইলসনের চৌদ্দ দফা নীতি

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮তম প্রেসিডেন্ট উড্রো উইলসন প্রথম বিশ্বযুদ্ধের অবসান ও বৈশ্বিক শান্তির ভিত্তি হিসেবে চৌদ্দ দফা নীতি উপস্থাপন করেন। ১৯১৮ সালের ৮ই জানুয়ারীতে উড্রো উইলসন মার্কিন কংগ্রেসের এক ভাষণে যুদ্ধের লক্ষ্য ও শান্তি স্থাপনে এই রূপরেখা তুলে ধরেন। তার এই রূপরেখাটি “দ্য ইনকোয়ারি” নামে ১৫০ জন গবেষকের অনুসন্ধানধর্মী গবেষণার মাধ্যমে তৈরী করা হয়। ভূগোলবিদ, ইতিহাসবিদ, রাষ্ট্রবিজ্ঞানীদের নিয়ে এই গবেষণা দল গঠন করা হয়েছিল। বিশ্বের প্রায় প্রতিটি অঞ্চলে আমেরিকার মিত্র ও আমেরিকান নীতি গবেষণা করা এবং শান্তি সম্মেলনে আলোচনায় উঠে আসতে পারে এমন অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক তথ্য বিশ্লেষণ করা ছিল এই গবেষণার উদ্দেশ্য। ইউরোপকেই কেন্দ্রে রেখে মূলত গবেষণাটি করা হয়।  

উড্রো উইলসনের চৌদ্দ দফা নীতি, The Fourteen Points, maroonpaper,

উইলসনের এই রুপরেখা মুক্ত বাণিজ্য, উন্মুক্ত চুক্তি, গণতন্ত্র ও আত্মনিয়ন্ত্রণ নীতির ভিত্তিতে প্রণয়ন করা হয়েছিল। এর মধ্যে ইউরোপের পুণর্গঠন সম্পর্কিত কিছু নীতিও ছিল। তবে তার ইউরোপীয় মিত্ররাই এই রুপরেখা নিয়ে সন্দিহান ছিলেন। ক্লেমঁসো উইলসনের ১৪ দফার ব্যাপারে সংশয়ী এবং হতাশ ছিলেন। তিনি অভিযোগ করে বলেন, “মিস্টার উইলসনের ১৪ দফা বিরক্তিকর।“ উইলসনের এই চৌদ্দ দফা নীতির তিনদিন আগেই ব্রিটেনের প্রধানমন্ত্রী জর্জ লয়েড তার ভাষণে প্রায় একই রূপরেখা তুলে ধরেন। তবে, সেই ভাষণে লয়েড প্রস্তাব করেছিলেন যুদ্ধের সকল ক্ষতিপূরণ জার্মানির থেকে আদায় করতে এবং অটোম্যান সাম্রাজ্যের অ-তুর্কী জনগোষ্ঠীকে নিয়ে স্পষ্ট কোন অবস্থান তুলে ধরতে পারেননি।

১৯৫৪ সালের নির্বাচনঃ যুক্তফ্রন্টের গঠন, বিজয় ও মুসলিম লীগের পরাজয়

যাইহোক, উড্রো উইলসনের মতে, প্রথম বিশ্বযুদ্ধের অবসান ও দীর্ঘমেয়াদী-টেকসই শান্তি স্থাপনের একমাত্র পথ “চৌদ্দ দফা” নীতি ছিল নিম্নরূপঃ

উন্মুক্ত কূটনীতি

আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কোন গোপন বোঝাপড়ার নীতি থাকবে না। গোপন কূটনৈতিক পন্থা পরিত্যাগ করে উন্মুক্ত বৈশ্বিক শান্তি স্থাপনের পথ অবলম্বন করতে হবে।

সমুদ্রে নৌ-চলাচলের অবাধ স্বাধীনতা

যুদ্ধ ও শান্তির সময়ে আঞ্চলিক জলসীমার বাইরে আন্তর্জাতিক সমুদ্রপথে নৌ-চলাচলের অবাধ ও নিরবিচ্ছিন স্বাধীনতা থাকবে, যদি না, আন্তর্জাতিক কোন চুক্তির অধীনে আন্তর্জাতিক কোন সিদ্ধান্তের মাধ্যমে উক্ত নৌপথ সম্পূর্ণভাবে বা আংশিকভাবে বন্ধ থাকে।

মুক্ত বাণিজ্য

সমস্ত অর্থনৈতিক বাধা অপসারণ এবং শান্তিকামী সমস্ত জাতির মধ্যে যতদূর সম্ভব, সমতার ভিত্তিতে বাণিজ্য নীতির প্রতিষ্ঠা এবং এর রক্ষণাবেক্ষণের জন্য তাদেরকে যুক্ত করা।

যুদ্ধাস্ত্র হ্রাসকরণ

প্রতিটি রাষ্ট্র অভ্যন্তরীন শান্তি রক্ষার প্রয়োজনে যুদ্ধোপকরণ রেখে যতটা সম্ভব যুদ্ধাস্ত্রের পরিমাণ হ্রাস করবে।

ঔপনিবেশিক দাবিদাওয়া পুণর্বিবেচনা

উদার ও নিরপেক্ষ মনোবৃত্তি নিয়ে ঔপনিবেশিক অধিকারগুলো পূণর্বিবেচনা করতে হবে। কোন রাষ্ট্রের উপনিবেশিক অধিকার পূণর্বিবেচনার সময় সংশ্লিষ্ট জনগণের স্বার্বভৌমত্বের সাথে সাথে ন্যায়সঙ্গত সরকারের কথাও বিবেচনা করতে হবে।

রাশিয়ার অধিকৃত অঞ্চল ফেরত

রাশিয়াকে তার অধিকৃত অঞ্চলগুলি ফিরিয়ে দিতে হবে এবং সেখান থেকে বিদেশি সেনা প্রত্যাহার করতে হবে।

বেলজিয়ামের স্বার্বভৌমত্ব

বেলজিয়ায় হতে বিদেশি সৈন্য অপসারণ করতে হবে এবং বেলজিয়ামকে স্বাধীনতা প্রদান করতে হবে।

জার্মানি অধিকৃত ফ্রান্সের সার্বভৌমত্ব পুণঃস্থাপন

জার্মানী কর্তৃক অধিকৃত ফরাসী এলাকা হতে সকল বিদেশি সৈন্য অপসারিত করতে হবে এবং আলসাস ও লোরেন অঞ্চলে ফরাসী অধিকার পূণঃস্থাপিত হবে।

What is America’s Blackwater? How does it terrorize the World?

ইতালীর সীমানা পূণর্বিন্যাস

পরিচিত জাতীয় সীমারেখা অনুসারে ইতালীর সীমানা পূণবিন্যাস করতে হবে।

অস্ট্রিয়া-হাঙ্গেরীর স্বায়ত্বশাসন

অস্ট্রিয়া-হাঙ্গেরীয় সম্রাজ্যের জনসাধারণকে স্বায়ত্বশাসনের অধিকার দিতে হবে।

বলকান রাজ্যগুলির স্বাধীনতা

বলকান রাজ্যগুলিকে স্বাধীনতা দিতে হবে ও সার্বিয়া অঞ্চলকে সমুদ্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। এই রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ন সম্পর্ক স্থাপন এবং রাজনৈতিক-অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

অটোম্যান সাম্রাজ্যের অবসান ও দারদানেলিস প্রণালীতে চলাচলের স্বাধীনতা

তুর্কি ভাষাভাষী অঞ্চলগুলোর ওপর তূর্কী সুলতানদের স্বার্বভৌমত্ব বজায় রাখতে হবে। কিন্তু তুরস্কের অটোম্যান সাম্রাজ্যভুক্ত সকল জাতিগোষ্ঠীকে স্বায়ত্তশাসনের অধিকার দিতে হবে। দারদানেলিস প্রণালীর মধ্য দিয়ে সকল জাতির অবাধ যাতায়াতের অধিকার থাকবে এবং আন্তর্জাতিকভাবে তার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করতে হবে।

পোল্যান্ডের পূণর্গঠন

পোল্যান্ডকে পূণর্গঠন করতে হবে এবং সমুদ্রের সাথে সংযোগ রক্ষার ব্যবস্থা করতে হবে।

আন্তর্জাতিক সংস্থা গঠন

বৃহৎ ও ক্ষুদ্র রাষ্ট্রগুলোর স্বাধীনতা ও রাজসীমার নিরাপত্তা রক্ষার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করতে হবে। পরবর্তিকালে এটাই লীগ অব নেশনস বা জাতিপূঞ্জ নামে প্রবর্তিত হয়।

How Sikkim became a part of India?

উড্রো উইলসনের এই চৌদ্দ দফা মিত্র বাহিনীর রূপরেখা হিসেবে ব্যপকভাবে গোটা বিশ্বে প্রচারিত হয়েছিল। তবে অক্ষশক্তি শান্তি প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে এই চৌদ্দ দফাকে প্রত্যাখ্যান করেছে। অক্ষশক্তি দৃঢ়ভাবে বিশ্বাসী ছিল যে, তারাই যুদ্ধে বিজয়ী হতে যাচ্ছে।

তবে এশিযা মাইনর অঞ্চলে মুসলিম জনগোষ্ঠীর মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করেছিল এই চৌদ্দ দফা। তারা ভাষা ও জাতিগত আদর্শের বদলে ধর্মীয় আদর্শের ভিত্তিতেই জীবনযাপন করত। বিশেষ করে কুর্দিদের মধ্যে মারাত্মক বিভ্রান্তি তৈরী হয় যে তারা নিজেদের তুর্কি সাম্রাজ্যের অন্তর্ভূক্ত হিসেবে পরিচিত করবে নাকি অ-তুর্কি হিসেবে।

প্যারিস শান্তি সম্মেলনে উড্রো উইলসনের ভূমিকা

উড্রো উইলসনের চৌদ্দ দফা নীতির ভিত্তিতে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটলেও প্যারিসের শান্তি সম্মেলনে উইলসনের ভূমিকা ছিল ক্ষীয়মাণ। মিত্রশক্তির   অন্যান্যদের সাথে আপোষ করেই তার চৌদ্দ দফার প্রভাব গৌণ হয়ে আসে।

উড্রো উইলসনের চৌদ্দ দফা নীতির ভিত্তিতে প্রথম বিশ্বযুদ্ধে বিজয়ী মিত্রশক্তি ও পরাজিত জার্মানী ও তার মিত্রদেশগুলোর সাথে শান্তি চুক্তি সম্পাদনের জন্য ১৯১৯ সালে প্যারিসে একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলন প্যারিস শান্তি সম্মেলন নামে পরিচিত, যা ভার্সাই শান্তি সম্মেলন নামেও পরিচিত। শান্তি চুক্তি নামে হলেও মূলত বিশ্বযুদ্ধের বিজয়ী মিত্রপক্ষ পরাজিত অক্ষশক্তিকে আষ্টেপৃষ্ঠে বাঁধার জন্য শর্তাবলী তৈরির উদ্দেশ্যে এই সম্মেলনের আয়োজন করে।

১৯৫৮ সালে ইরাকের সামরিক বিপ্লবের পটভূমি

বিজয়ী মিত্র শক্তির দেশগুলির নেতৃত্বে ছিলেন যুক্তরাষ্ট্রের পক্ষে উড্রো উইলসন, ফ্রান্সের প্রধানমন্ত্রী ক্লেমঁসো, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড লয়েজ জর্জ এবং ইতালির প্রধানমন্ত্রী ভিত্তোরিও এমানুয়েলে ওরলান্দো। এই হর্তাকর্তারা নিজেরা ১৪৫বার নিজেদের মধ্যে সম্মিলিত হন এবং প্যারিস শান্তি সম্মেলনের মূল সিদ্ধান্তগুলো তারাই ঠিক করেন। সত্যিকার অর্থে জাপানের ভূমিকা নাই বললেই চলে।

শুরু থেকেই সম্মেলনের সকল সিদ্ধান্ত নেয়া হয়েছিল একতরফাভাবে, বিশেষ করে “বৃহৎ চারের” অর্থ্যাৎ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও ইতালির ইচ্ছানুযায়ী। বৃহৎ চারের ইচ্ছায় সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণ হলেও, উড্রো উইলসন ব্রিটেন ও ফ্রান্সের সাম্রাজ্যবাদী চিন্তার কাছে একেবারে অসহায় ছিলেন। এমনকি, সম্মেলনে দুই পক্ষের; বিজয়ী মিত্রশক্তি ও পরাজিত অক্ষশক্তির প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন করলেও, এই সম্মেলন ছিল মূলত প্রথম বিশ্বযুদ্ধের বিজয়ী মিত্রশক্তির সম্মেলন। পরাজিত অক্ষশক্তির জার্মানী, হাঙ্গেরি, বুলগেরিয়া, তুরস্ক বা অটোম্যান সম্রাজ্যের কাউকে এই সম্মেলনে যোগ দিতে দেয়া হয়নি। কম্যুনিস্ট বা সাম্যবাদী রাশিয়ার প্রতিনিধি না থাকলেও শ্বেত রাশিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। জোরপূর্বক তাদেরকে সন্ধিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়।

লীগ অফ নেশনসের সৃষ্টি, পরাজিত দেশগুলির সাথে পাঁচটি শান্তিচুক্তির পাশাপাশি জার্মানির সাথে ভার্সাই চুক্তি; জার্মানি এবং অটোমান সাম্রাজ্যের অধীন অংশগুলি যুদ্ধের পুরস্কার হিসেবে দিয়ে দেয়ার আদেশনামা; মূলত ব্রিটেন এবং ফ্রান্সকে, জার্মানির উপর যুদ্ধের সমস্ত ক্ষতিপূরণের দায় চাপানো এবং জাতিগত সীমানা নির্ধারণে নতুন জাতীয় সীমারেখা প্রণয়ণের মত সিদ্ধান্তগুলো ছিল সম্মেলনের মূল অর্জন। তবে “জার্মানি এবং এর মিত্রদের আক্রমণ”-কে যুদ্ধের জন্য দায়ী করে জার্মানির জন্য অপমানকর ভার্সাই চুক্তিতে জার্মানিকে বাধ্য করাটাই ছিল মিত্র শক্তির মূল অর্জন ।

মরক্কোর জাতীয়তাবাদি আন্দোলন ও সুলতান মুহাম্মাদ

তবে, উইলসনের চৌদ্দ দফা নীতির ভিত্তিতে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটলেও প্যারিসের শান্তি সম্মেলনে উইলসনের ভূমিকা ছিল অনেকটা আপোষমূলক।  তিনি মূলত সবচেয়ে বেশি চেষ্টা করেছিলেন ফরাসি জর্জ ক্লেমঁসো এবং ব্রিটিশ লয়েড জর্জদের জার্মানি এবং এর ইউরোপের মিত্রসহ মধ্যপ্রাচ্যে সাবেক অটোমান সাম্রাজ্য ঘিরে তাদের চিন্তাভাবনার দিক পরিবর্তন করতে।  এমনকি যুক্তরাষ্ট্র কখনই মনে করত না যে আর্টিকেল ২৩১ অনুযায়ী জার্মানির উপর যুদ্ধের সকল দায় দায়িত্ব দেয়া সঠিক। সময়ে ব্রিটেন ও ফ্রান্স সেই জার্মানির অন্য দেশে করা উপনিবেশগুলির অবসান ঘটিয়ে নিজেদের অধিকারে নিতে চাইলে তিনি দখল বিরোধী ছিলেন।  উইলসন চেয়েছিলেন জার্মানির সকল উপনিবেশগুলি যতদিন না স্বাধীনতার জন্য তৈরি হয় ততদিন লীগ অব নেশনসের মাধ্যমে এসব দেশকে শাসন করতে। লয়েড জর্জ তিন ধরণের আদেশপত্র তৈরী করে অক্ষশক্তির অধীনে থাকা দেশগুলিকে নিজেদের অধীনে নেয়ার ব্যবস্থা করেন। উইলসন যুক্তরাষ্ট্রের জন্য কোন আদেশপত্র চাননি। উইলসন বিশেষ করে অস্ট্রেলিয়ার নিউ গিনিকে দাবীর কারণে বেশ বিরক্ত ছিলেন। শেষ পর্যন্ত উইলসন ইউরোপের পূণর্গঠনে যে আদর্শবাদ প্রয়োগের চেষ্টা করেন তা ক্লেমঁসো ও লয়েড জর্জের নিকট ব্যর্থ হয়।

চৌদ্দ দফা অনুযায়ী আরও অনেক স্বাধীন এবং কুশলী কূটনৈতিক বিশ্ব প্রতিষ্ঠার যেখানে গণতন্ত্র, সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং আত্মনিয়ন্ত্রণ থাকবে বলে যুক্তরাষ্ট্র আশা ছিল। কিন্তু ফ্রান্স এবং ব্রিটেন ইতোমধ্যেই বিশ্বজুড়ে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে রেখেছিল এবং তাদের এই ঔপনেবেশিক মনোভাব ত্যাগের কোন ইচ্ছাও ছিল না। শেষ পর্যন্ত ফ্রান্স ও ব্রিটেন চৌদ্দ দফার কিছু দফা এবং মূলনীতি গ্রহণে অস্বীকৃতি জানালে উইলসনের চৌদ্দ দফা স্বীকৃতি লাভ করতে ব্যর্থ হয় । উইলসন তাদের নিকট অনেক ক্ষেত্রেই আপোষ নীতি গ্রহণ করতে বাধ্য হন। এই আপোষনীতির ফলে তিন রাষ্ট্রপ্রধান কতগুলো নীতিতে একমত হন, যেমনঃ

  • জার্মানীকে সন্ধির মাধ্যমে এমনভাবে দূর্বল করা হবে যাতে ভবিষ্যতে জার্মানী ইউরোপে সামরিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ না করতে না পারে।
  • জাতীয় আত্মনিয়ন্ত্রনাধিকারের ভিত্তিতে মধ্য ও পূর্ব ইউরোপের পূণর্গঠন করা।
  • তুর্কি, রুশ ও হ্যাপসবার্গ সাম্রাজ্যকে ভেঙ্গে ফেলা।
  • ফ্রান্সের নিরাপত্তা রক্ষার জন্য ব্যবস্থা নেয়া।
  • ইউরোপে যাতে কোন শক্তি একক প্রাধান্য না পায় সে দিকে লক্ষ্য রাখা।

হরমুজ প্রণালী ও সমকালীন বিশ্ব অর্থনীতিতে এর গুরুত্ব

প্রকৃতপক্ষে, উপরোক্ত নীতিগুলো ছিল ফ্রান্স ও ব্রিটেনের স্বার্থের সাথে সম্পৃক্ত। ফলে উইলসন বৃটেন ও ফ্রান্সের স্বার্থের নিকট তার নিজের আদর্শ ও প্রচেষ্টায় অটুট থাকতে পারেননি। আত্মনিয়ন্ত্রণাধিকারের নীতির কথা থাকলেও জার্মানীকে তার যথাযথ আত্মনিয়ন্ত্রনাধিকার প্রদান করা হয়নি। এক কথায়, প্যারিস শান্তি সম্মেলনে উড্রো উইলসনের ইচ্ছা বা ভূমিকা ছিল স্বার্থান্বেষী মহলের নিকট আপোষ ও অনেকাংশে আত্মসমর্পণমূলক।

পরিশেষে বলা যায় যে, গোটা দুনিয়া জুড়ে যখন প্রথম বিশ্বযুদ্ধের তাণ্ডব লীলা চলছে, মানুষ যখন শুভবুদ্ধি ও মূল্যবোধ হারিয়ে মৃত্যু ও ধ্বংস যজ্ঞে মেতে উঠেছে ঠিক তখনই উইলসনের চৌদ্দ দফা দাবিগুলি এক নতুন শান্তির বার্তা দিয়েছিল। ১৯১৯ সালে প্যারিস শান্তি সম্মেলনে উড্রো উইলসনের ইউরোপের পূণর্গঠনের নীতি কিছু অংশে ব্যহত হলেও তার চৌদ্দ দফা নীতির অবদানেই প্রথম বিশ্বযুদ্ধ অবসান হয়েছে এবং যুদ্ধোত্তর শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করেছে। যার কারণে এর  উড্রো উইলসনের চৌদ্দ দফা নীতির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম।

আর্টিকেলটি শেয়ার করুন

Shanjida Shima is a graduate student at the University of Rajshahi's Department of Islamic History and Culture. She writes from her college days, with a focus on history and literature. She contributes to MaroonPaper on a regular basis. Her articles can be found on MaroonPaper.

Leave A Comment

সম্পর্কিত আর্টিকেল

কোন আর্টিকেল খুঁজছেন?
আমাদের অনুসরণ করুন

এক নজরে এই আর্টিকেলে যেসব বিষয় আলোচনা করা হয়েছে…

লেখক হিসেবে আমাদের সাথে যোগ দিন

সাম্প্রতিক আর্টিকেল

  • শেষপর্যন্ত কাশ্মীরের পেহেলগাম সন্ত্রাসী হামলাই কি ভারত-পাকিস্তান যুদ্ধ বাঁধাবে?

শেষপর্যন্ত কাশ্মীরের পেহেলগাম সন্ত্রাসী হামলাই কি ভারত-পাকিস্তান যুদ্ধ বাঁধাবে?

পেহেলগাম সন্ত্রাসী হামলা, ভারত-পাকিস্তান যুদ্ধের আশঙ্কা, সিন্ধু পানি চুক্তি স্থগিত, ও সীমান্তে দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি নিয়ে বিস্তারিত বিশ্লেষণ।

  • আদালত কী? আদালত কত প্রকার ও কি কি?

আদালত কী? আদালত কত প্রকার ও কি কি?

আদালত হলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত সেই বৈধ প্রতিষ্ঠান, যেখানে প্রচলিত আইন অনুযায়ী বিরোধ নিষ্পত্তি, অপরাধের বিচার ও আইনি অধিকার রক্ষার প্রক্রিয়া সম্পন্ন হয়।

  • ইক্যুইটির ম্যাক্সিম

ইক্যুইটি বা ন্যায়বিচার (Equity) কী? ইক্যুইটির ম্যাক্সিম সমূহ কী কী?

ইক্যুইটি বা ন্যায়বিচার (Equity) হল সাধারণ আইন (Common Law) এর শর্তের বাইরে গিয়ে ন্যায্যতা ও ন্যায় নিশ্চিত করার উদ্দেশ্যে সৃষ্টি হওয়া একটি স্বতন্ত্র বিচারব্যবস্থা

  • আব্রাহাম চুক্তি হলো ইসরাইলের সাথে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সহ আরব দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণের জন্য একাধিক চুক্তির সমষ্টি।

আব্রাহাম চুক্তিঃ মধ্যপ্রাচ্যের রাজনীতি, এবং ফিলিস্তিনের সাথে বিশ্বাসঘাতকতা

আব্রাহাম চুক্তি হলো ইসরাইলের সাথে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সহ আরব দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণের জন্য একাধিক চুক্তির সমষ্টি।

  • পশ্চিমা ডাবল স্ট্যান্ডার্ড দেখলে মনে হয়, গাজায় কোনো মানুষ নিহত হয় না—শুধু "হামাস মেম্বার" হয়! আর ইউক্রেনের গমের ক্ষেত ধ্বংস হলে "হিউম্যানিটি ক্রাইম" হয়

পশ্চিমা ডাবল স্ট্যান্ডার্ডঃ ফিলিস্তিনের লাশের ওপর দাঁড়িয়ে মানবাধিকারের বুলি!

পশ্চিমা ডাবল স্ট্যান্ডার্ড দেখলে মনে হয়, গাজায় কোনো মানুষ নিহত হয় না—শুধু "হামাস মেম্বার" হয়! আর ইউক্রেনের গমের ক্ষেত ধ্বংস হলে "হিউম্যানিটি ক্রাইম" হয় ।