জীবনী

জীবনী ক্যাটাগরিতে আপনি পাবেন ইতিহাসের মহামানবদের, সাহিত্যিকদের এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত বিবরণ। তাদের জীবনের উত্থান-পতন, সংগ্রাম, সফলতা ও ব্যর্থতার গল্পের মাধ্যমে আমরা প্রেরণা খুঁজে নিতে পারি। এই ক্যাটাগরির মাধ্যমে পাঠকরা জীবনের বিভিন্ন দিক সম্পর্কে জানার সুযোগ পাবেন এবং অনুপ্রাণিত হবেন তাদের নিজস্ব জীবনের লক্ষ্য অর্জনে।

কার্ল মার্কসের এক বিপ্লবী চিন্তাবিদ ও তাঁর দর্শনের প্রাসঙ্গিকতা

কার্ল মার্কসের বিপ্লবী চিন্তা ও তাঁর দর্শনের প্রাসঙ্গিকতা

কার্ল মার্কসের প্রধান তত্ত্বগুলির মধ্যে রয়েছে দ্বান্দ্বিক বস্তুবাদ, ঐতিহাসিক বস্তুবাদ, শ্রেণি সংগ্রাম, পুঁজিবাদী শোষণ এবং সাম্যবাদ।

sheikh mujibur rahman, maroonpaper, maroon paper, maroonpaper.com, maroon paper blog,

শেখ মুজিবুর রহমানঃ দূরদর্শী নেতা নাকি ক্ষমতার অলিন্দে হারিয়ে যাওয়া এক স্বপ্নদ্রষ্টা?

শেখ মুজিবুর রহমানের জীবন ছিল একদিকে সংগ্রাম ও বিপ্লবের প্রতীক, অন্যদিকে ক্ষমতার প্রতি এক অনিবার্য আকর্ষণও কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যর্থতার প্রতিচ্ছবি।

www.malcolmxfoundation.org Memorial | Malcolm X Memorial Foundation | United States

ম্যালকম এক্সঃ আসামী থেকে ধর্মীয় নেতা

ম্যালকম এক্স, একজন আফ্রো-আমেরিকান অধিকার কর্মী, সংগঠক। খুব অল্প বয়সেই জেল খেটেছেন তার অপরাধ জীবনের জন্য। প্রায় ৬ বছরের জেল হয়েছিল তার। আর এই সময়েই তার জীবনে আমূল পরিবর্তন আসে, বলা যায় বৈপ্লবিক পরিবর্তন। একজন অপরাধী থেকে পরিবর্তিত হয়ে ওঠেন বিখ্যাত ইসলামি স্কলার। ম্যালকম লিটল থেকে হয়ে ওঠেন আলহাজ্ব মালিক আল শাবাজ।

william a s ouderland maroonpaper.com oil painting

উইলিয়াম এ এস ওডারল্যান্ডঃ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভীনদেশী বীর

ওডারল্যান্ডের স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানের একটি রাস্তার নামকরণ করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অংশগ্রহণ ও অসামান্য নৈপুণ্যতার কারণে পরবর্তীকালে বাংলাদেশ সরকার তাঁকে বীরপ্রতীক সম্মাননায় ভূষিত করেন।

নিয়মিত আর্টিকেল পেতে আমাদের সাবস্ক্রাইব করুন

Scroll to Top
×