একবিংশ শতাব্দীতে আইনের হাল-হকিকত
কতগুলো যৌক্তিক-অযৌক্তিক কিংবা ন্যায্য-অন্যায্য নিয়মের সংঘবদ্ধ মেকানিজমই আইন। আমাদের চারপাশে সাজানো গোছানো রক্ষিত বা অরক্ষিত বাধ্যবাধকতা জারির নিয়মনীতিগুলোই আইন। কখনো আইন তৈরী হয় আইনসভায় বসে, কখনোওবা যুদ্ধক্ষেত্রে বসে। কখনো স্বাধীনতা ঘোষণা করতে আইন তৈরী হয় আবার কখনো স্বাধীনতা হরণ করতে আইন তৈরী হয়। কখনো রাষ্ট্র বা জনগণ আইন তৈরী করে কখনো সরকার আইন তৈরী করে।
