ভোঁতা নাকের পিস্তল থেকে গুলিটি বেরিয়ে গেছে। যে হাতে পিস্তলটি ধরা, গুলি বেরিয়ে যাওয়ার পরের মূহুর্তের ধাক্কা সামলাচ্ছে সেই হাত। আর যার মাথার খুলিতে গিয়ে গুলিটি ঢুকছে, সেই বন্দীর মুখ কুঁকড়ে যাচ্ছে গুলির আঘাতে।
এটি একটি শান্তি চুক্তি। সপ্তদশ শতকে ইউরোপে ধর্ম ও রাজনীতি নিয়ে প্রায় ত্রিশ বছর(৩০ বছর ) ধরে চলা যুদ্ধের সমাপ্তি ঘটে এই শান্তি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে। ১৬১৮ সাল থেকে শুরু করে ১৬৪৮ সাল পর্যন্ত গড়ানো এই যুদ্ধের মোটামুটি সফল সমাপ্তি ঘটে ইউরোপের বিভিন্ন দেশে স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে।
রাষ্ট্র ব্যবস্থায় ভারত,যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ শক্তিশালী রাষ্ট্র যেমন আছে, আছে বাংলাদেশ ভুটানের মতো ছোট, দুর্বল রাষ্ট্রও। বৃহৎ এই রাষ্ট্র গুলো সবসময় প্রভাব বিস্তার করে দুর্বল রাষ্ট্রের অর্থনীতি কিংবা রাজনীতিতে।